বাড়ছে কর্মজীবী দরিদ্রের সংখ্যা, চরম সংকটের মুখে ইউরোপ

|

বাড়ছে কর্মজীবি দরিদ্রের সংখ্যা, চরম সংকটের মুখে ইউরোপ

১০ মাসের মধ্যে ইউরোপে চরমে পৌঁছাতে পারে দারিদ্র্য। এখনই শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশে দারিদ্রসীমার নিচে বাস ৯ কোটি ২০ লাখ মানুষের।

শুক্রবার এ তথ্য জানান, জাতিসংঘের চরম দারিদ্র্য বিষয়ক বিশেষ দূত- অলিভিয়ার ডে শুটার। বলেন, ইইউ নাগরিকদের ২০ শতাংশই দারিদ্র্যের শিকার।

এছাড়া ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি বলেও উল্লেখ করেন তিনি। জানান, কর্মজীবী দরিদ্রের সংখ্যাও দিন দিন বাড়ছে অঞ্চলটিতে। শ্রমিক পর্যায়ের দু’কোটি কর্মজীবী ইইউ নাগরিকের নয় শতাংশেরই ন্যূনতম বেতনও অনিশ্চিত।

জাতিসংঘের চরম দারিদ্র্য বিষয়ক বিশেষ দূত অলিভিয়ার ডে শুটার বলেন, “২০২০ সাল পর্যন্ত ১০ বছরে সামাজিক ভারসাম্যের অবনতি না হলেও, উন্নতিও হয়নি। কিছু কর্মক্ষেত্র যোগ হয়েছে এ সময়ে। তবে মহামারিতে সমাজের অর্থনৈতিক ব্যবধান বেড়েছে। সামনের দিনগুলোতে যা আরও বাড়বে বলে শঙ্কা রয়েছে।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply