মিয়ানমারে সেনা অভ্যুত্থান ও সু চিকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ

|

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ও সু চিকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে গ্রেফতারের প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। সোমবার টোকিওর বাইয়ে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হয় কয়েকশ মিয়ানমারের নাগরিক।

দেশটির চলমান সংকটের জন্য সেনাবাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করনে তারা। বলেন, দেশের গণতন্ত্র এবং উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করলো সেনাবাহিনী। এ সময় জাপান সরকারকে সু চিকে মুক্তির জন্য হস্তক্ষেপের আহ্বান জানান তারা।

টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ হয়েছে থাইল্যান্ডেও। ব্যাংককে মিয়ানমার দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে মিয়ানমারের শিক্ষার্থীরা। সেনাবাহিনীর নানা সমালোচনাও করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply