চীনে গৃহস্থালি কাজের জন্য স্ত্রীকে পারিশ্রমিক দেয়ার নির্দেশ: আদালত

|

চীনে গৃহস্থালি কাজের জন্য স্ত্রীকে পারিশ্রমিক দেয়ার নির্দেশ: আদালত

চীনে গৃহস্থালি কাজের জন্য স্ত্রীকে পারিশ্রমিক দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। ৫ বছরের দাম্পত্যজীবনে অবৈতনিক কাজের বিনিময়ে ৭ হাজার ৭শ’ ডলার দিতে হবে ওই নারীকে। এক বিবাহবিচ্ছেদ মামলায় এ রায় দেয়া হয়।

গত বছর ডিভোর্সের মামলা করেন বেইজিংয়ের বাসিন্দা চেন। সেসময় আদালতে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানান তার স্ত্রী। বলেন, সন্তানের দায়িত্বসহ বাড়ির কোনো দায়িত্বই পালন করেননি চেন।

চীন সরকারের নতুন আইন অনুযায়ী, সন্তান ও বয়স্কদের দেখাশোনাসহ বাড়ির বেশিরভাগ দায়িত্ব পালনকারী, ক্ষতিপূরণ দাবি করতে পারেন বিবাহবিচ্ছেদের সময়। বেইজিংয়ের আদালতের ঐতিহাসিক রায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে দেশটিতে। গৃহস্থালী কাজের গুরুত্ব নিয়ে চলছে তোলপাড়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply