পিকে হালদার দেশ ছাড়ার সাড়ে চার ঘণ্টা আগেই ইমিগ্রেশনকে জানানো হয়

|

পিকে হালদার দেশ ছাড়ার সাড়ে চার ঘণ্টা আগেই তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়ে ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়। হাইকোর্টে প্রতিবেদনে এমন কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

দেরিতে চিঠি পাওয়ার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেছে সংস্থাটি। দেশত্যাগের নিষেধাজ্ঞায় দুদকের চিঠি পৌঁছানোর আগেই পিকে হালদার বেনাপোল স্থলবন্দর দিয়ে পালিয়ে গেছেন বলে আদালতকে জানিয়েছিলো এসবির ইমিগ্রেশন শাখা।

গত বৃহস্পতিবার পিকে হালদার কাণ্ডে জড়িত আনান কেমিকেল নামে প্রতিষ্ঠানের আবেদনের শুনানিকালে হাইকোর্ট বেঞ্চ বলেছেন, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা সংক্রান্ত চিঠি ১৩ ঘণ্টা পর ইমিগ্রেশনে পাঠিয়ে পিকে হালদারকে বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে দুদক।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি হাইকোর্ট প্রশ্ন তুলেছিলেন পিকে হালদারের পালিয়ে যাওয়ার বিষয়ে। তখন আদালত জানতে চান পাসপোর্ট জব্দ থাকার পরও তিনি কীভাবে পালিয়ে যান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply