ইঁদুরের হিংস্রতা, অতিষ্ঠ অস্ট্রেলিয়ার গিলগ্রানডাবাসী

|

লাখ লাখ ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার গিলগ্রানডা শহরের মানুষের জীবন। নিউ সাউথ ওয়েলসের এ শহরে কয়েক সপ্তাহ ধরেই যেন ইঁদুরের রাজত্ব।

কৃষিখামার, দোকানপাট, বাড়িঘর সবখানেই আতঙ্ক। এমনকি শহরের হাসপাতালে চিকিৎসাধীন তিন রোগীকেও কামড় দিয়েছে ইঁদুরের দল। পরিস্থিতিকে ‘ইঁদুরের মহামারি’ আখ্যা দিয়েছে শহরবাসী।

তাদের দাবি, স্মরণকালে ছোট এ প্রাণীটির এমন উৎপাত আর দেখা যায়নি। এ বছর ফসলের ব্যাপক ফলন হয়েছে নিউ সাউথ ওয়েলসে। আর ফসলের ক্ষেত ও গোডাউনে ঘাটি গেড়েছে ইঁদুরের দল। নানা ধরনের টোপ দিলেও এর সংখ্যা কমার কোনো লক্ষণ নেই।

শহরবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৃষ্টির জন্য। আশা, ভারি বৃষ্টি হলে নিজেদের গর্তেই ডুবে মরবে ইঁদুরের দল। অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলছে, এক মৌসুমে ৫০০ বাচ্চা দিতে পারে এক জোড়া ইঁদুর।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply