আগামী ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ নৌযান চলাচল বন্ধ

|

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় লকডাউন চলাকালীন সময়ে আগামী ৫ এপ্রিল সকাল ৬টা থেকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে।

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সারাদেশে লকডাউনের অংশ হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা যায়।

এর আগে করোনার বিরাজমান পরিস্থিতিতে সরকার সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা জানান। বলেন, এই বিষয়ে আজ সন্ধ্যার মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় বিস্তারিত জানাবেন। শিল্প কলকারখানা শর্তসাপেক্ষ চালু থাকতে পারে বলেও জানান ওবায়দুল কাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply