তামিম-শান্ত’র ব্যাটে প্রথম সেশনটি বাংলাদেশের

|

তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর দারুণ এক জুটিতে ক্যান্ডির পাল্লেকেল্লে স্টেডিয়ামে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারিয়ে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটি সামলে নিয়ে ১১৯ রানে প্রথম সেশন শেষে ব্যাট করছেন তামিম-শান্ত।

বুধবার সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামে টাইগাররা। স্কোরবোর্ডে যখন ৮ রান, তখন ব্যক্তিগত ০ রানেই বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ’র ফাঁদে পড়েন সাইফ হাসান। ফার্নান্দোর এলবিডব্লিউ’র আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। তবে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে রিভিউ করার সিদ্ধান্ত নেন। ফার্নান্দোর লেংথ বল সোজা সাইফের সামনের প্যাডে আঘাত করেছিল। আম্পায়ার হয়তো ভেবেছিলেন বলটি লেগ স্টাম্পে ঘেঁষে বেরিয়ে যেতো। রিভিউতে দেখা যায় বলটি সোজা স্টাম্পেই হিট করত। এ নিয়ে টেস্টে তৃতীয় বারের মতো শূন্য রানে আউট হলেন সাইফ।

এরপর শান্তকে নিয়ে দারুণ এক জুটি গড়েন তামিম। ওয়ানডে স্টাইলেই ব্যাট করছেন এই বাহাতি ব্যাটার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ বাউন্ডারিতে ৮৪ বলে করেছেন ৭২ রান। ৯৫ বলে ৬ বাউন্ডারিতে ৪২ রান করা শান্ত যেন নিখাঁদ টেস্ট ব্যাটিংয়ই করছেন।

এখন পর্যন্ত ইতিবাচক মানসিকতাই দেখা যাচ্ছে বাংলাদেশ দলে। ক্যান্ডির পাল্লেকেলের সবুজ উইকেটে তিন পেসার- তাসিকন আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেন আছেন টাইগার স্কোয়াডে। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ঘোরাবেন বল। এখন ব্যাটসম্যানরা ভালো সংগ্রহ এনে দিলেই তাদের কাজটা সহজ হয়। সেটি অনেকটাই নির্ভর করছে তামিম-শান্তর জুটিটির ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply