ব্র্যাকে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

|

করোনাভাইরাস শনাক্তে দ্রুত ফলাফল দিতে স্বাস্থ্য অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম শুরু করেছে ব্র্যাক।

আজ শনিবার থেকে মোট ১৬টি বুথের মাধ্যমে শুরু হয়েছে কার্যক্রম। ঢাকায় ১৫টি এবং চট্টগ্রামে ১টি বুথে হবে পরীক্ষা। পর্যায়ক্রমে বুথের সংখ্যা বৃদ্ধি করে ঢাকায় ৩২টি এবং চট্টগ্রামে ৪টি বুথ স্থাপন করা হবে।

শনি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। প্রতিটি বুথে প্রতিদিন প্রায় ১৫০টি করে নমুনা পরীক্ষা করা সম্ভব হবে।

দেশে করোনাভাইরাস সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে এই কার্যক্রম বিস্তারের পরিকল্পনা করেছে ব্র্যাক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply