করোনায় মৃত্যু-সংক্রমণে একের পর এক রেকর্ড ভাঙছে ভারত

|

মহামারিতে দৈনিক মৃত্যু-সংক্রমণে একের পর এক রেকর্ড ভাঙছে ভারত। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে আরও দু’হাজার ৭৬১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। সাড়ে ৩ লাখ ছুঁয়েছে দৈনিক সংক্রমণ শনাক্তের সংখ্যা। এর মাঝে মহারাষ্ট্রেই ৬৭ হাজারের বেশি মানুষের দেহে মিললো- ভাইরাসটি। রাজ্যটিতে শনিবার প্রাণ হারিয়েছেন ৬৭৬ জন।

তবে স্বাস্থ্যখাতে সংকট এবং মহামারি পরিস্থিতির ভয়াবহতার শীর্ষে রাজধানী দিল্লি। হাহাকার আর আহাজারির নগরে পরিণত হয়েছে ভারতের রাজধানী দিল্লি। প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে হৃদয়বিদারক পরিস্থিতি। তিল ধারণের সুযোগ নেই হাসপাতালগুলোয়। আইসিইউ, অক্সিজেন, জরুরি ওষুধ, মেডিকেল সরঞ্জামাদি সবকিছুরই তীব্র সংকট। জরুরি সেবার অভাবে খুব কম সময়ের মধ্যেই অবনতি হচ্ছে রোগীর স্বাস্থ্যের। মৃত্যুর কোলে ঢলে পড়তে যেন সময়ই নিচ্ছে না। ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৫৭ জনের মৃত্যু হয়েছে নয়াদিল্লিতে।

এছাড়া, ৩৮ হাজারের ওপর সংক্রমণ শনাক্ত হয়েছে উত্তর প্রদেশে। কর্ণাটক, কেরালায় শনিবারও ২০ হাজারের ওপর মানুষের দেহে মিলেছে করোনা। ভারতে মোট প্রাণহানি ছাড়িয়েছে এক লাখ ৯২ হাজার। সংক্রমিত এক কোটি ৭০ লাখের মতো মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply