উখিয়া সীমান্তে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে দেড় লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক কারবারীদের সাথে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। 

মঙ্গলবার (৪ মে) রাত আটটার দিকে পালংখালী সীমান্তের ধামনখালী এলাকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) বালুখালী বিওপির জওয়ানরা এ অভিযান পরিচালনা করেন। ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী বেড়ীবাঁধ নামক স্থানে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক রাত ৮টার দিকে ৩-৪ জন চোরাকারবারী সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

তৎক্ষণাৎ বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারি সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ০৭ (সাত) রাউন্ড পাল্টা গুলি করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রত মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহলদল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply