তাহলে কি শ্রীলঙ্কাতেই হচ্ছে আইপিএলের বাকি অংশ?

|

করোনাভাইরাসের প্রকোপের কারণে মাঝপথেই বন্ধ হয়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল। তবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো কবে ও কখন অনুষ্ঠিত হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। সূত্র: এনডিটিভি স্পোর্টস।

আইপিএলের বাকি ম্যাচগুলো যদি আয়োজন না করা যায় তাহলে ৩ হাজার কোটি টাকা মতো লোকসান হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এই আর্থিক ক্ষতি এড়াতে বিশ্বের যেকোনো ভেন্যুতে ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। ভারতের এই আর্থিক লোকসান রুখতে আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করতে প্রস্তুত লঙ্কান ক্রিকেট বোর্ড।

লঙ্কান বোর্ডের ম্যানেজিং কমিটির প্রধান অর্জুনা ডি সিলভা বলেন, আমরা শুনেছি আইপিএল আয়োজনে আরব আমিরাতকে ভাবছে ভারতীয় বোর্ড। তারা চাইলে আমাদের দেশে আইপিএল আয়োজন করতে পারে। কারণ জুলাই-আগস্টে আমাদের পরিকল্পনা আছে লঙ্কান প্রিমিয়র লিগ আয়োজনের। ভারত চাইলে সেপ্টেম্বরে আইপিএল আমাদের এখানে আয়োজন করতে পারে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply