কোল্ড স্টোরেজে সংরক্ষিত আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

প্রান্তিক পর্যায়ে কৃষকদের উৎপাদনকৃত প্রতি বস্তা আলু কোল্ড স্টোরেজে ন্যায্য ভাড়ায় রাখার দাবিতে সড়কে আলু ফেলে রেখে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি করেছে ঠাকুরগাঁওয়ে জেলা আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতি।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রমজান আলির সভাপতিত্বে এসময় বক্তারা অভিযোগ করেন, দেশের অন্যান্য জেলায় কোল্ড স্টোরেজে প্রতি বস্তা আলু ১৮০ টাকা থেকে ২১০ টাকায় ভাড়ায় রাখা হয়।

অথচ ঠাকুরগাঁওয়ের কোল্ড স্টোরেজ মালিকেরা সিন্ডিকেটের মাধ্যমে প্রতি বস্তা আলু ৩০০ টাকা থেকে ৩২০ টাকা ভাড়া নির্ধারণ করেছেন। এতে উৎপাদনকারী প্রান্তিক কৃষক ও সাধারণ ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।

তাই কৃষকদের ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য দেশের অন্যান্য জেলার সাথে সমন্বয় রেখে আলুর সংরক্ষণ ভাড়া দ্রুত কমানোর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সংশ্লিষ্টরা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply