রোনালদোর নেতৃত্বে ইউরো’র দল ঘোষণা পর্তুগালের

|

ইউরোতে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে পর্তুগাল। অধিনায়ক হিসেবে আছে য়্যুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশেষ করে দলটির আক্রমণভাগে রাখা হয়েছে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের তারকা ফরোয়ার্ডদের। যেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে খেলবেন ম্যানচেস্টার সিটির বার্নার্ডো সিলভা, অ্যাটলেটিকো মাদ্রিদের হোয়াও ফেলিক্স, লিভারপুলের ডিয়াগো জোতা ও ফ্রাঙ্কফুর্টের আন্দ্রে সিলভা। মাঝ মাঠে আছেন ব্রুনো ফার্নান্দেসের মতো তারকা। রক্ষণে ভরসা ম্যানসিটির হয়ে আলো ছড়ানো রুবেন দিয়াস, হোয়াও ক্যানসেলো ও রাফায়েল গুরেইরোদে। টুর্নামেন্টের ‘এফ’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ ফ্রান্স, জার্মানি ও হাঙ্গেরি।

১৫ জুন প্রথম ম্যাচ হাঙ্গেরি, ১৯ জুন ফ্রান্স ও ২৩ জুন জার্মানির বিপক্ষে খেলবে ফার্নান্দো সান্তোস শিষ্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply