পুলিশি বাধায় আহলে সুন্নাতের ইসরায়েল বিরোধী কর্মসূচি পণ্ড

|

পুলিশি বাধায় পণ্ড হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পশ্চিমা দেশগুলোর দূতাবাস অভিমুখে পদযাত্রা।

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনে বহু বছর ধরেই ইসরায়েলি আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানান।

ফিলিস্তিনের পতাকা ও আল-আকসা মসজিদের আদলে তৈরি ফেস্টুন নিয়ে অংশ নেন সংগঠনের কর্মীরা। সমাবেশ শেষে রাজধানীর কাকরাইল হয়ে গুলশানে অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন অফ ফ্রান্সসহ ৫টি দেশের দূতাবাস অভিমুখে পদযাত্রা বের করা হয়।

এ সময় কাকরাইল মোড়ে আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। পরে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দূতাবাসগুলোতে গিয়ে জমা দিয়ে আসে আহলে সুন্নাত নেতারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply