তৃতীয় ওয়ানডের জন্য দলে ডাক পেয়েছেন নাঈম শেখ

|

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখ। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে জয় পাওয়ায় এর মধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে বিশ্বকাপ সুপার লিগে পয়েন্ট টেবিলের সবার উপরে উঠে গেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে টাইগার ওপেনাররা খুব বেশি সুবিধা করতে পারেননি। প্রথম ম্যাচে অধিনায়ক তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করলেও দ্বিতীয় ম্যাচে আউট হয়েছিলেন মাত্র ১৩ রানে।

অন্যদিকে আরেক ওপেনার লিটন কুমার দাস নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন। প্রথম ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রানে। দ্বিতীয় ম্যাচেও নিজের রূপে ফিরতে পারেননি তিনি। ব্যাট হাতে মাত্র ২৫ রানে আউট হয়ে দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন তিনি। এর আগেও নিউজিল্যান্ড সিরিজেও ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস।

অন্যদিকে সৌম্য সরকারও রয়েছে দলে নতুন করে হয়তো নির্বাচকরা তাকে আর পরীক্ষা করতে চাচ্ছেন না তাই নতুন এক ওপেনারকে দলে ডাকা হয়েছে। তবে কি লিটন বা সৌম্যের উপর আর ভরসা রাখতে পারছে না টিম ম্যানেজমেন্ট! এই প্রশ্নের উত্তর মিলবে তৃতীয় ওয়ানডেতেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply