বরগুনায় ৩০ কিলোমিটার বাঁধ ভেঙে অর্ধশত গ্রাম প্লাবিত

|

বরগুনা প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরগুনার বিভিন্ন বেড়িবাঁধের ১৫টি স্থান ভাঙাসহ প্রায় ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভেসে গেছে মাছের ঘের ও ফসলি জমি, প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের চাপে বরগুনা সদর উপজেলা, বামনা, বেতাগী, তালতলী ও পাথরঘাটা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। রান্নার সরঞ্জাম ও চুলা প্লাবিত হওয়ায় এসব এলাকার অন্তত ২০ হাজার মানুষ অনাহারে রয়েছে। অতিপ্লাবন থেকে রক্ষা পায়নি শহরও। ডুবে গেছে শহরের রাস্তাঘাট।

এদিকে ষাটের দশকে নির্মিত বেড়িবাঁধগুলো ইতোমধ্যে সিডর, আইলা, মহাসেন, বুলবুল ও আম্পান এর মত বড় বড় ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে করতে অধিকাংশই ক্ষয় হয়ে গেছে।

বাঁধ ভেঙে প্রতিবছরই প্লাবিত হচ্ছে একরের পর একর কৃষিজমি ও জনপদ। প্রতিবছরই বাঁধ সংস্কার করা হলেও তা কোনো কাজে আসছে না বলেও জানায় স্থানীয়রা। তারা চাচ্ছেন স্থায়ী, টেকসই ও মজবুত বাঁধ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply