সংকটে সাতক্ষীরা, সংক্রমণ পৌঁছেছে ৫৯ শতাংশে

|

সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে করোনার সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতক্ষীরায়। সেখানে সংক্রমণের হার পৌঁছেছে ৫৯ শতাংশে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া এবং ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কায় চলছে সাত দিনের বিশেষ লকডাউন। তারপরেও মানুষকে ঘরে রাখা কঠিন হয়ে পড়েছে। কেউ বের হচ্ছে বাধ্য হয়ে কেউ আবার অকারণেই।

স্বল্প আয়ের লোকজনকে বাধ্য হয়ে কাজের জন্য বাইরে যেতে হয়, এছাড়াও আরও কিছু পেশার মানুষ আছে, যাদের যেতে হয় বাইরে। দরিদ্র মানুষের বাইরে যাওয়া আটকানোর জন্য স্থানীয় প্রতিনিধিদের পক্ষ থেকে খুব কমই খাদ্য সহায়তা করা হয়েছে বলে দরিদ্র মানুষের অভিযোগ।

তবে লকডাউন কার্যকর করতে দিনরাত মাঠে কাজ করছে পুলিশ সদস্যরা। তবুও অনেকে ঠুনকো কারণে ঘর থেকে বেরিয়ে পড়ায় বিধিনিষেধ ঠিকমতো কার্যকর করা যাচ্ছে না বলে পুলিশ দুঃখ প্রকাশ করে।

সাতক্ষীরার সিভিল সার্জন বলছেন, আপাতত তাদের দুশ্চিন্তার কারণ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট।

গেল বছরের মার্চ থেকে সাতক্ষীরায় এখন পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা দুই হাজারের কাছাকাছি। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৩২ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply