ঋণ বিতরণে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক

|

করোনা মহামারির মধ্যে কৃষি খাতকে চাঙ্গা রাখতে ঋণ বিতরণে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। একই সঙ্গে বকেয়া ঋণ আদায়ও বেড়েছে।

চলতি অর্থবছরে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার কোটি টাকা। মে মাস পর্যন্ত বিতরণ হয়েছে লক্ষ্যমাত্রার তুলনায় ৬৯ শতাংশ। বাংলাদেশ কৃষি ব্যাংকের হালনাগাদ করা পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, শস্য গুদামজাত ও বাজারজাতকরণে ঋণ বিতরণের হার কম কৃষি ব্যাংকের। চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত এ খাতে লক্ষ্যমাত্রার বিপরীতে ২০ শতাংশ ঋণ বিতরণ হয়েছে। কৃষিভিত্তিক প্রকল্প ঋণেও বিতরণের হার কম। শস্য গুদামজাত ও বাজারজাতকরণে কৃষি ব্যাংকের ৪০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল। প্রাণিসম্পদ খাতে ঋণ বিতরণের হার সবচেয়ে বেশি। এ খাতে ১ হাজার ২০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংকটি বিতরণ করেছে ১ হাজার ৬০ কোটি টাকা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply