বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি আরও সাড়ে ৮ হাজারের বেশি

|

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে আরও সাড়ে ৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। বিশ্বে মোট প্রাণহানি ৩৮ লাখ ৩৭ হাজারের বেশি।

দৈনিক প্রাণহানির শীর্ষে আবারও ব্রাজিল। মঙ্গলবার লাতিন দেশটিতে ২৭শ’র বেশি মানুষ প্রাণ হারালেন করোনায়। নতুন করোনা শনাক্ত হয়েছে আরও ৮৯ হাজার। এ দিনে যুক্তরাষ্ট্রে ৩৪২ জনের মৃত্যুতে মোট প্রাণহানি ৬ লাখ ১৫ হাজার ছাড়ালো। তবে মার্কিন মুলুকে কমে এসেছে ভাইরাসের বিস্তার।

আর্জেন্টিনা ও কলম্বিয়ায় করোনায় দৈনিক প্রাণহানি ৬শ’র কাছাকাছি। লাতিন দেশ দুটিতে নতুনভাবে শনাক্ত হয়েছে ২৭ হাজারের মতো সংক্রমণ। একদিনে ৩৭৯ মানুষের মৃত্যু হয় রাশিয়ায়। মঙ্গলবারও বিশ্বজুড়ে তিন লাখ ৬৬ হাজার নতুন সংক্রমণ চিহ্নিত হয়েছে। মোট শনাক্ত ১৭ কোটি ৭৪ লাখের কাছাকাছি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply