কোপা আমেরিকায় বাড়ছে করোনার প্রভাব

|

ল্যাটিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরুর আগেই তৈরি হয়েছিল নানা শঙ্কা-সংশয়। শেষে করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্রাজিলের মাঠে গড়ায় প্রতিযোগিতাটি। কিন্তু দু’দিন যেতে না যেতেই ফের শঙ্কা তৈরি হয়েছে আয়োজনটি নিয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্ট সংশ্লিষ্ট ৪১ জনের শরীরে মিলেছে প্রাণঘাতী করোনাভাইরাস।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোপা আমেরিকার সঙ্গে সম্পর্কিত ৪১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে আছে ৩১জন খেলোয়াড় এবং কোচিং স্টাফ। বাকি ১০ জন হচ্ছে মাঠকর্মী। তবে যে সব মাঠকর্মীর দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, তারা সবাই ব্রাসিলিয়ার। যেখানে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-ভেনেজুয়েলা। ইতিমধ্যেই ভেনেজুয়েলা, পেরু ও কলম্বিয়া শিবিরে হানা দিয়েছে করোনা।

ইএসপিএন ও ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা যায়, এমন পরিস্থিতিতে গত একদিনেই কোপা আমেরিকার সঙ্গে সম্পর্কিত ২৯২৭ জনের করোনা টেস্ট করেছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply