দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস

|

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পেলেন অ্যান্তনিও গুতেরেস। আগামী ৫ বছরের জন্য ১৯৩ সদস্যের সংস্থাটির নেতৃত্ব দেবেন তিনি।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদ পুনরায় নির্বাচিত করে ৭২ বছর বয়সী এই পর্তুগীজ নাগরিককে। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই মহাসচিব পদে তার নাম ঘোষণা করা হয়।

নির্বাচিত হয়ে সদস্য দেশগুলোর প্রতি সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান গুতেরেস। আস্থা বজায় রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। জানান, সংঘাত বন্ধ, জলবায়ু পরিবর্তন, মহামারি, দারিদ্র্য ও বৈষম্য দূর করতে যথাসাধ্য চেষ্টা করবেন।

২০২২ সালের ১ জানুয়ারি থেকে গুতেরেসের দ্বিতীয় মেয়াদ শুরু হবে। ২০১৭ সালে প্রথমবার দায়িত্ব পান তিনি। চলতি মাসের শুরুর দিকে তাকে আরেক মেয়াদে জাতিসংঘ মহাসচিব হিসেবে রাখার জন্য সুপারিশ করেছিল নিরাপত্তা পরিষদ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply