দেশে আজ থেকে ফাইজারের টিকা প্রয়োগ শুরু

|

দেশে আজ থেকে ফাইজারের টিকা প্রয়োগ শুরু হয়েছে। রাজধানীর ৩টি হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়।

হাসপাতাল তিনটি হলো- রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল।

প্রথম দিনে টিকা নিতে যাওয়াদের সংখ্যা কম। ফাইজারের এই ভ্যাকসিন বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। যারা ভ্যাকসিনের জন্য আগে থেকেই নিবন্ধন করেছেন অগ্রাধিকার ভিত্তিতে তাদেরই এই টিকা দেয়া হচ্ছে।

ফাইজারের টিকা নেয়ার পর গ্রহীতাকে ৭ দিন পর্যবেক্ষণে রাখা হবে বলে জানানো হয়েছে। পর্যবেক্ষণে কোনো সমস্যা না হলে গণ টিকা কার্যক্রম শুরু হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply