এসএসসি ও এইসএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই: শিক্ষামন্ত্রী

|

এসএসসি ও এইসএসসি পরীক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত শীঘ্রই জানানো হবে বললেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে এবং বেশিদিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না এমন আশ্বাসও দেন তিনি।

শিক্ষামন্ত্রী আজ ৪৩ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি ও টিউশন ফি প্রদান সংক্রান্ত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা জানি এসএসসি ও এইসএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি। আমরা খুব শিগগিরই সিদ্ধান্তটি জানিয়ে দেবো। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করেছি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপবৃত্তির ব্যাপারে বলেন, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই অর্থ ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে।

ভার্চুয়াল উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে দেশের চারটি উপজেলা থেকে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ জন শিক্ষার্থী অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply