হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলি বন্ধ

|

সরকারি দমনপীড়নের মুখে হংকংয়ের ২৬ বছরের পুরনো গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপল ডেইলি বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার পত্রিকাটির সবশেষ সংস্করণ ছাপা হয়। যার প্রধান শিরোনাম ছিলো ‘বিদায় হংকংবাসী’। রাত থেকেই বৃষ্টি উপেক্ষা করে পত্রিকাটির শেষ সংস্করণের কপি সংগ্রহে লাইনে দাঁড়ান পাঠকরা। শেষ দিন ১০ লাখ কপি ছাপা হয় অ্যাপল ডেইলির। পত্রিকা কিনতে গিয়ে অনেকেই ফিরেছেন খালি হাতে।

গণতন্ত্রপন্থি অ্যাপল ডেইলি চীন ও হংকংয়ের শাসকদের তীব্র সমালোচক হিসেবে পরিচিত। ট্যাবলয়েডটির সাথে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের বড় অংকের সম্পদ জব্দ করেছে কর্তৃপক্ষ। এর আগে গ্রেফতার করা হয় পত্রিকাটির মালিক জিমি লাইকে।

তবে গত সপ্তাহে অ্যাপল ডেইলি জানিয়েছে, তহবিল না থাকায় পত্রিকাটির ছাপা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply