যুক্তরাষ্ট্রে ভবনধসের ঘটনায় ধ্বংসস্তুপের নিচে আটকা রয়েছে কমপক্ষে ৯৯ বাসিন্দা

|

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১২ তলা ভবনধসের ঘটনায় ধ্বংসস্তুপের নিচে এখনও কমপক্ষে ৯৯ বাসিন্দা আটকা রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা পর্যন্ত সংখ্যাটি নিশ্চিত করেছেন মিয়ামির মেয়র।

এরই মাঝে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা গেছে ১০২ জনকে। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা সংকটাপন্ন।

ভগ্নস্তুপে আটকা পড়াদের জীবিত উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। প্রাণহানি এড়াতে বিরত রাখা হয়েছে বুলডোজারের মতো ভারী যন্ত্রপাতির ব্যবহার। তবে শব্দ শনাক্তকরণে মেশিন, ক্যামেরা ও পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের মাধ্যমে অনুসন্ধান চলছে নিখোঁজদের।

বিভিন্ন কনস্যুলেটের দাবি, অনেক লাতিন আমেরিকান শ্রমিকের সন্ধান মিলছে না এখনও। নিখোঁজদের তালিকায় রয়েছেন প্যারাগুয়ের ফার্স্ট লেডির আত্মীয়স্বজনও।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টা নাগাদ ধসে পড়ে ‘চ্যাম্পলিন টাওয়ার’ এর একাংশ। এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply