যত দ্রুত সম্ভব টিকার ব্যবস্থা করা হচ্ছে: অর্থমন্ত্রী

|

করোনাভাইরাসের চলমান পরিস্থিতির মধ্যে যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে টিকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শনিবার অর্থনৈতিক এবং ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, টিকা কার্যক্রমের আওতায় সবাইকে আনার বিকল্প নেই। যতো দ্রুত সম্ভব সেটা করতে হবে। এক্ষেত্রে সরকারের উদ্যোগ থেমে নেই জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে পাওয়া যাবে টিকা। করোনা সংক্রমণের শুরুর দিকে অর্থনীতির প্রভাব নিয়ে যে প্রক্ষেপণ করা হয়েছিল, তা সঠিক হয়নি। করোনার মধ্যেও এক বছরে রেকর্ড ২৫ বিলিয়ন ডলারের রেমিটেন্স আসে। বলা হয়, কাজ হারিয়ে প্রবাসীরা দেশে চলে আসছে তাই রেমিটেন্সের এই প্রবাহ। কিন্তু সেই সব অনুমান ভুল প্রমাণিত হয়।

অর্থমন্ত্রী বলেন, উন্নয়ন কাজে অপচয় বন্ধে সতর্ক সরকার। আগামীতেও ব্যয়ের ক্ষেত্রে কৃচ্ছতা সাধন করা হবে। ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেয়া হয় ১৪টি প্রস্তাব। যাতে ব্যয় বরাদ্দ ১ হাজার ৬০৫ কোটি টাকা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply