কৃত্রিমভাবে অজগরের বাচ্চা উৎপাদন করছে ভারত

|

খামারে কৃত্রিমভাবে ডিম ফুটিয়ে অজগরের বাচ্চা উৎপাদন করছে ভারত। বৃহস্পতিবার (১জুলাই) এমন ২৭টি সাপ ছেড়ে দেয়া হয় বনে।

দেশটির ওড়িষা রাজ্যের খুরদা জেলার বন বিভাগ এ উদ্যোগ নিয়েছে। বন্যপ্রাণী বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্যই তাদের এ পরিকল্পনা।

বন বিভাগ কর্তৃপক্ষ জানায়, মে মাসের প্রথম সপ্তাহে একটি গর্ভবতী অজগর পান তারা। সংগ্রহ করেন সাপটির ৩০টি ডিম। পরে কৃত্রিমভাবে তা দিয়ে বাচ্চা ফুটানো হয়। এর মধ্যে সফলভাবে ২৭টি ডিম ফুটিয়ে বাচ্চা বের করা হয়। এরপর কিছুদিন পর্যবেক্ষণে রেখে সেগুলোকে ছেড়ে দেয়া হয় বনে।

উল্লেখ্য, ভারতীয় অজগর এই জাতটি সাধারণত তিন মিটার লম্বা হয়। দক্ষিণপূর্ব এশিয়ায় এই প্রজাতির সাপটি বেশি দেখা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply