আগামী সপ্তাহেও তিনদিন বন্ধ থাকছে পুঁজিবাজার

|

আগামী সপ্তাহেও তিনদিন বন্ধ থাকছে পুঁজিবাজারের কার্যক্রম। কঠোর বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রোববারও ব্যাংক বন্ধ থাকবে। সেজন্যে এই তিনদিন পুঁজিবাজারে লেনদেন চলবে না।

করোনার কারণে বিনিয়োগকারীদের ডিজিটাল মাধ্যমে লেনদেনে অংশগ্রহণ করতে বলা হচ্ছে। এতে অ্যাপ নির্ভরতা বেড়েছে। তবে অনেকে অর্থ উত্তোলনের অজুহাতে ব্রোকারেজ হাউজে এসে বিনিয়োগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি বিনিয়োগ নির্দেশনাও দিচ্ছেন।

আজকে পুঁজিবাজারে ছিলো মিশ্র প্রবণতা। ঢাকা স্টক এক্সচেঞ্জের dsex সূচক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৭৭ পয়েন্টে। লেনদেন হয়েছে এক হাজার ৫৭৭ কোটি টাকা।

এদিকে, আজ ১৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। কমেছে ২০৫টির। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের caspi সূচক ৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮১ পয়েন্টে। শেয়ারের দর বেড়েছে ১১০টির; কমেছে ১৭০টির। লেনদেন হয়েছে ৭৮ কোটি ৩০ লাখ টাকার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply