পুঁজিবাজার স্থিতিশীলতা ফান্ডে টাকা দেওয়ার জন্য আরও সময় চেয়েছে বিএপিএলসি

|

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে

পুঁজিবাজার স্থিতিশীলতা ফান্ডে টাকা স্থানান্তরের জন্য তিন মাস সময় চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)। ৭ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠানো একটি চিঠিতে সময় বৃদ্ধির এই আবেদন জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিগুলোর এই সংগঠনটি।

গত ৬ জুলাই বিএসইসি তালিকাভুক্ত কোম্পানি, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংককে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে, অদাবীকৃত লভ্যাংশ এই তহবিলে জমা দেয়ার নির্দেশনা দেয়।

এরই প্রেক্ষিতে দুটি কারণ দেখিয়ে বিএপিএলসি টাকা জমা দেয়ার জন্য তিন মাস সময় চেয়েছে। প্রথম কারণ হচ্ছে, এ ধরনের টাকা স্থানান্তরের ক্ষেত্রে সংশ্লিষ্টকে ৩০ দিনের আগাম নোটিশ দিতে হবে।

তীয়টি, আইপিওর সাবস্ক্রিপশনের টাকা রিটার্নের ক্ষেত্রে বহু বছরের পুরনো নথিপত্র খুঁজে দেখা প্রয়োজন। কিন্তু করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়, তালিকাভুক্ত কোম্পানির প্রায় সব অফিস বন্ধ ও বেশির ভাগ অফিস সীমিত পরিসরে চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply