এখন থেকে ডায়াবেটিস পরীক্ষা হবে ব্যথামুক্ত

|

ডায়াবেটিস রোগীদের জন্য ব্যথামুক্তভাবে রক্তের সুগার পরীক্ষার যন্ত্র আবিষ্কার করলেন অস্ট্রেলিয়ার একদল গবেষক। ছবি: সংগৃহীত

ডায়াবেটিস রোগীদের জন্য ব্যথামুক্তভাবে রক্তের সুগার পরীক্ষার যন্ত্র আবিষ্কার করলেন অস্ট্রেলিয়ার একদল গবেষক ও বিজ্ঞানী। মুখের লালার মাধ্যমে যন্ত্রটি গ্লুকোজ পরীক্ষা করবে।

সাধারণত আঙ্গুল থেকে রক্তের ফোঁটা সংগ্রহ করে ডায়াবেটিস রোগীদের সুগার পরিমাপ করা হয়। অনেক রোগী এই যন্ত্রণার কারণে নিয়মিত সুগারের মাত্রা পরীক্ষায় অনীহা প্রকাশ করেন। তাদের ব্যথা উপশমের জন্যেই নতুন এ প্রযুক্তির উদ্ভাবন।

অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক পল দাস্তুর জানান, যন্ত্রটির উদ্ভাবন যন্ত্রণামুক্ত ও স্বল্পমূল্যে গ্লুকোজ শনাক্ত করবে। যা ডায়াবেটিকস রোগীদের জন্য অনেক বেশি সুবিধা ও লাভজনক।

পল দাস্তুর আরও জানান, যন্ত্রটিতে অ্যানজাইম রাখার পর তা ট্রানজিস্টারের মাধ্যমে গ্লুকোজ শনাক্ত করে। ডায়াবেটিস রোগীদের লালায় গ্লুকোজ থাকে। সেটাই পরবর্তীতে ছড়ায় রক্তে। কিন্তু গুরুতর অসুস্থ অনেক রোগীর দিনে ৫-৬ বারও গ্লুকোজ পরিমাপ করতে হয়। তাদেরকে সূঁচের ব্যথা থেকে রক্ষায় নতুন এই উদ্ভাবন।

এ প্রযুক্তির সহযোগিতা নিয়ে কোভিড-নাইনটিন, অ্যালার্জি, হরমোন ও ক্যান্সার পরীক্ষা করা যেতে পারে। ব্যাথা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply