হাশেম ফুড কারখানায় আগুনে প্রাণহানির ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু

|

হাশেম ফুডের পুড়ে যাওয়া সেই কারখানা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় ভয়াবহ আগুনে প্রাণহানির ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হলো।

শনিবার (১৭ জুলাই) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন গোয়েন্দা পুলিশের ডিআইজি ইমাম হোসেন। এ সময় তিনি পুড়ে যাওয়া ভবন ঘুরে দেখেন এবং কথা বলেন স্থানীয়দের সঙ্গে।

পরে ব্রিফিংয়ে ইমাম হোসেন জানান, ১০ টি বিষয়কে প্রাধান্য দিয়ে তদন্ত শুরু হয়েছে। তিনি জানান, তদন্তভার পেয়ে আলামতসহ মাঠ পর্যায়ে স্বাক্ষ্য এবং তথ্য সংগ্রহের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। কোনো ব্যক্তি বা সংশ্লিষ্ট সংস্থার অনিয়ম পেলে, ব্যবস্থা নেয়য়া হবে বলেও জানান তিনি। এর আগে গত বৃহস্পতিবার জেলা পুলিশের দায়ের করা মামলাটির তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

গত ৮ জুলাই নারায়ণগঞ্জের হাশেম ফুড লিমিটেডের সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের চেষ্টায় ২৯ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি থেকে মোট ৫২ জনের মৃতদেহ পাওয়া যায়। শুধু ভবনের চতুর্থ তলা থেকেই উদ্ধার করা হয় পুড়ে যাওয়া ৪৯টি মরদেহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply