ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা

|

১০ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে রাত পৌনে বারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে একটি বিশেষ ফ্লাইট।

১০ লাখ ডোজ চীনের সিনোফার্মের ভ্যাকসিন নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত পৌনে বারোটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের কাছ থেকে টিকা বুঝে নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (ইপিআই) সামসুল হক।

এছাড়া রাত ৩ টায় আরও ১০ লাখ ডোজ টিকা পৌঁছানোর কথা রয়েছে।

গত ১২ মে চীনের দেয়া উপহার হিসেবে সিনোফার্মের ৫ লাখ এবং ১৩ জুন ৬ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। ২ জুলাই ঢাকায় আসে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা। সারাদেশের হাসপাতালগুলোতে ওই টিকা প্রয়োগের কার্যক্রম শুরু হয়েছে গত ১৯ জুন থেকে।

উল্লেখ্য, চলতি বছরের ৭ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply