নওগাঁয় প্রায় ২১ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ১

|

নওগাঁয় বিপুল পরিমাণ জাল নোট সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

স্টাফ রিপোর্টার, নাটোর:

প্রায় ২১ লাখ টাকার জাল নোটসহ নওগাঁ থেকে শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৫ রাজশাহীর একটি দল।

গতকাল শনিবার (১৭ জুলাই) রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নাকইল গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহিনুর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপার থানার রহনপুর এলাকার মৃত ইব্রাহিমের ছেলে।

রোববার দুপুরে র‍্যাব-৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পে আটককৃতকে সাংবাদিকদের সামনে হাজির করে এক প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার এই তথ্য তুলে ধরেন। প্রেস ব্রিফিংকালে লে. কর্নেল জিয়াউর রহমান তালুকদার জানান, গোপন সূত্রত্রে তারা জানতে পারেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার নাকইল গ্রামে এক ব্যক্তি বাংলাদেশি জাল টাকা নিয়ে অবস্থান করছে। এ তথ্য পাওয়ার পর র‍্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের মেজর সানরিয়া ও অ্যাডিশনাল এসপি ফরহাদ হোসেনের নেতৃত্বে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে তারা শাহিনুর রহমানকে ২ হাজার ৮৮টি বাংলাদেশি ১০০০ টাকার নোটসহ (২০ লাখ ৮৮ হাজার) আটক করে।

এ ব্যাপারে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply