লকডাউনের আওতামুক্ত থাকবে ২৮ জুলাইয়ের নির্বাচন: সিইসি

|

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সংগৃহীত ছবি।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ২৮ জুলাই সিলেট-৩ আসনের তিন উপজেলা লকডাউনের আওতামুক্ত রাখা হবে। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

শনিবার (২৪ জুলাই) দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি জানান, স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ নিশ্চিতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

সিইসি জানান, নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালনে প্রয়োজনীয় সবই করছে, এরপরও কোনো দলের আস্থাহীনতা থাকলে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।

সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply