অলিম্পিকে টানা ৩য় ফাইনালে উঠা ব্রাজিলের মুখোমুখি স্পেন

|

ছবি: সংগৃহীত

আগামী ৭ আগস্ট ইয়োকোহামায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টোকিও অলিম্পিক ফুটবলের স্বর্ণ জয়ের লড়াই। যেখানে মুখোমুখি হবে স্পেন ও ব্রাজিল।

মঙ্গলবার (৩ আগস্ট) দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক জাপানকে হারিয়ে ফাইনালে উঠে স্পেন। খেলার অতিরিক্ত সময়ের গোলে ১-০ তে জিতেছে স্প্যানিশরা।

সেমিফাইনাল বাধা টপকাতে বেশ ঘাম ঝরাতে হয়েছে স্পেনকে। নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গোলশূন্য থাকলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে জাপান যখন টাইব্রেকারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো তখনই মার্কো আসেনসিওর গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। ১১৫ মিনিটে বক্সের ডানপ্রান্ত থেকে মাইকেল ওয়ারজাবালের ক্রসে আসেনসিওর বাঁ পায়ের শটে এগিয়ে যায় স্পেন। গোল করে অবশ্য হলুদ কার্ডও দেখেছেন তিনি। জার্সি খুলে উদযাপন করায় হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি।

অন্যদিকে, পুরো ম্যাচজুড়ে মাত্র একটি সুযোগ পাওয়া স্বাগতিক জাপান ৯০ মিনিট পর্যন্ত স্পেনকে রুখে দিয়ে স্বর্ণ জয়ের আশা দেখলেও শেষ পর্যন্ত ব্যর্থ তারা।

২১ বছর পর আবারো অলিম্পিকের ফাইনালে স্পেন। এর আগে দিনের প্রথম সেমিফাইনালে মেক্সিকোকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে অলিম্পিকে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠে সেলে সাওরা।

সর্বশেষ, ১৯৯২ সালে বার্সা অলিম্পিকে একমাত্র স্বর্ণ জিতে স্পেন। আর ২০০০ সালে সিডনিতে শেষ ফাইনাল খেলে স্প্যানিশরা, যেখানে ক্যামেরুনের কাছে হেরে রুপা জিতে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply