চয়নিকা চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে

|

বোটক্লাব ইস্যু পরবর্তী ঘটনায় বিভিন্নভাবে পরীমণির পরামর্শক হিসেবে ছিলেন চয়নিকা চৌধুরী।

নির্মাতা চয়নিকা চৌধুরীকে ছেড়ে দেওয়া হয়েছে। আটকের পর তাকে অন্তত তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়। রাত ১১টার কিছু আগে তাকে ছেড়ে দেয়া হয়।

শুক্রবার (৬ আগস্ট) রাতেই এক ব্রিফিংয়ে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানিয়েছিলেন, জিজ্ঞাসাবাদ শেষে চয়নিকা চৌধুরীকে পরিবারের জিম্মায় দেয়া হবে। তবে প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি তাকে আবার ডাকতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে চয়নিকা চৌধুরীকে আটক করেছিল পুলিশ।

সম্প্রতি পরীমণির অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দীনকে আটক করার সময় পরীর পাশে ছিলেন আলোচিত এই নির্মাতা। সে সময় থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয় তাকে নিয়ে। তবে গত বুধবার পরীমণি আটকের সময় নীরব ছিলেন তিনি।

পান্থপথ থেকে পুলিশ কর্তৃক আটকের আগে তিনি যমুনা নিউজকে জানিয়েছেন, পরীমণির সাথে তার শুধুই কাজের সম্পর্ক। তার ব্যক্তিগত ব্যাপারে কিছুই জানেন না এই নির্মাতা। এছাড়াও তদন্তের স্বার্থে আইনশৃঙ্খলাবাহিনীকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply