ম্যাচশেষে হতাশা অজি অধিনায়কের কণ্ঠে

|

অস্ট্রেলিয়ার সাথে টানা তিন টি-টোয়েন্টি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মোস্তাফিজ মাহমুদউল্লাহদের অনবদ্য ক্রিকেটে বিশ্বক্রেটের বড় নাম অস্ট্রেলিয়া শুনেছে বাংলার বাঘেদের হুংকার। সিরিজের শেষ ম্যাচে স্বল্প টার্গেটে ব্যাট করতে নেমেও খেয়েছে নাকানি-চুবানি।

ম্যাচশেষে সিরিজ হেরে বিধ্বস্ত অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডের মুখে ছিল হতাশার কথা। সাকিব মুস্তাফিজদের সামনে ব্যাট হাতে দাঁড়াতে না পারার আক্ষেপে পুড়ে অজি অধিনায়ক বলেছেন, বোলাররা আজ ১৩০ এর মধ্যে বাংলাদেশকে আটকে দিয়েছিলো। কিন্তু ব্যাট হাতে সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা জানতাম তাদের কিছু বোলার আছে যারা ওভারপ্রতি ৪-৫ এর বেশি রান দেবে না। সেক্ষেত্রে রানরেট ৮ এর বেশি প্রয়োজন হলে আমাদের জন্য কঠিন হবে। সহজ টার্গেটেও জিততে না পারা হতাশাজনক।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি হিসেবে বাংলাদেশে খেলতে আসা অজি অধিনায়ক আশা প্রকাশ করেছেন শেষের দুই ম্যাচ জিতে সুখস্মৃতি নিয়ে দেশে ফিরবেন তারা।

অবশ্য ম্যাচ হেরে হতাশা প্রকাশ করলেও অভিষিক্ত ন্যাথান এলিসকে কৃতিত্ব দিয়েছেন ম্যাথু ওয়েড। বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমেই সে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। ম্যাচের শেষ ওভারের শেষ তিন বলে উইকেট তুলে নেওয়া অভাবনীয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply