কোথায় যাবেন মেসি, এই প্রশ্নের জবাব পাওয়া যায়নি এখনো।
মেসির সাথে এখনো কোনো সমঝোতায় পৌঁছায়নি পিএসজি, জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় ফরাসি ক্লাব পিএসজির মালিক কাতারের আমিরের ভাই খলিফা বিন হামাদ আল থানী নিজের টুইটারে পিএসজির জার্সি পরিহিত লিওনেল মেসির একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, আমরা সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেয়া হবে।

আল থানীর আলোচিত টুইট।
তবে পিএসজির কমিউনিকেশনস বিভাগ গোল ডটকমকে জানিয়েছে, আল থানীর বিবৃতিটি ভুল আর ক্লাব এবং মেসির মধ্যে এমন কোনো সমঝোতাও হয়নি।
তবে আর্জেন্টাইন সুপারস্টারের পিএসজিতে যোগ দেয়ার সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি। কারণ মেসিকে দলে টানার ব্যাপারে সম্ভাব্য দুই ক্লাব ম্যান সিটি ও ইয়ুভেন্টাস তেমন কোনো আগ্রহ দেখায়নি। জ্যাক গ্রিয়ালিশকে রেকর্ড সাইনিং করার পর হ্যারি কেইনকে দলে ভেড়াতে ব্যস্ত এখন পেপ গার্দিওলার ক্লাব। আর ইয়ুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে মেসির যুগলবন্দি দেখার আশার ভিত্তি এখনো কেবলই কল্পনা।
Leave a reply