‘ছাড় পাবে না পরীমণির সাথে জড়িত রাঘববোয়ালরাও’

|

পরীমণির সাথে জড়িত থাকা রাঘববোয়ালরাও ছাড় পাবে না। মামলার তদন্তভার গ্রহণের পর এ কথা জানিয়েছে সিআইডি। পরীমণি ও তার সহযোগী রাজের বিরুদ্ধে হওয়া মামলার তদন্তের দায়িত্বভার পাওয়ার পর একথা জানিয়েছে তারা।

শনিবার (৬ আগস্ট) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, পরীমণির অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যার সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাকেই আইনের আওতায় আনা হবে।

পুলিশ সদর দফতরের নির্দেশনায় পরীমণি ও তার সহযোগী রাজের বিরুদ্ধে হওয়া মামলা শুক্রবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তত্ত্বাবধায়নে হস্তান্তর করা হয়। ওই দিন রাতেই পরীমণি ও রাজকে সিআইডির জিম্মায় হস্তান্তর করা হয়।

পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এরইমধ্যে পরীমণিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তারা। পরীমণির সাথে ডিবি কর্মকর্তা গোলাম সাকলায়েনের সখ্যর বিষয়টিও তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply