কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী মারা গেছেন

|

খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আজ সন্ধ্যা ছয়টায় রাজধানীর পুরাণ ঢাকায় তার নিজ বাসায় মারা গেছেন।

শনিবার (২৮ আগস্ট) বুলবুল চৌধুরীর ছেলে রাফি চৌধুরী তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তবে তার জানাজা ও দাফন কখন কোথায় হবে তা এখনও জানা যায়নি। বুলবুল চৌধুরী দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।

১৯৪৮ সালে গাজীপুরে জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই কথাসাহিত্যিক। ২০২১ সালে সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক লাভ করেন।

বুলবুল চৌধুরীর বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কহকামিনী, টুকা কাহিনি, মাছের রাত, পরমানুষ, অপরূপ বিল ঝিল নদী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, ঘরবাড়ি, দম্পতি, বলো কি অনুভব, পাপপুণ্যি ইত্যাদি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply