প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যে দেশে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় যায় সে দেশে উন্নয়ন হয়না। আজ বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ক্ষমতাসীন দল এ জনসভার আয়োজন করে।
বিকাল ৩টায় প্রধানমন্ত্রী জনসভাস্থলে পৌঁছান। এর আগে দুপুর সোয়া ২টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হয় জনসভা। সভাস্থল কানায় কানায় ভরে যায় নেতা কর্মীদের পদচারণায়। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকাগুলোতেও দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক ভিড় রয়েছে।
উদ্যানে সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলে দলে আসে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা বিভিন্ন যান ও পায়ে হেঁটে জনসভাস্থলে এসে জড়ো হয়। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উদ্যানে প্রবেশ করেছেন। মৎস ভবন, শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বরসহ বিভিন্ন পথে জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানমুখে।
Leave a reply