নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল, ১১ জনকে আটক করেছে পুলিশ

|

নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে রাস্তায় নামলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।

নোয়াখালী প্রতিনিধি:

আওয়ামী লীগের তিন পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ১৪৪ ধারা ভঙ্গ করে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর কর্মী-সমর্থকরা মিছিলের চেষ্টা করলে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

আজ সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের টাউনহল মোড়ে মিছিলের চেষ্টা করে একরামুল করিম চৌধুরীর কর্মী-সমর্থকরা। পরে মিছিলটি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পাশাপাশি, বিভিন্নস্থান থেকে ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, ১৪৪ ধারা কার্যকর করতে জেলা আওয়ামী লীগ কার্যালয়, টাউনহল মোড় ও পৌরসভা ভবনের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌরসভা এলাকায় ১৬ জন র‍্যাব সদস্যসহ শতাধিক পুলিশ টহল দিচ্ছে।

আজ সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিহাব উদ্দিন শাহিন টাউনহল মোড়ে সমাবেশের ঘোষণা দেন। একই সময় পৌর নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভা চত্বরে কর্মী সমাবেশের ঘোষণা দেন পৌর মেয়র শহিদ উল্লাহ খান সোহেল।

এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply