ঢাকায় সবজির বাজারে আগুন!

|

রাজধানীতে সবজি সরবরাহের কমতি নেই। বাজারগুলোতে তীব্র রোদে পানি ছিটিয়ে পণ্য তাজা রাখার চেষ্টা করা হচ্ছে। তবে এতে দামের উত্তাপ নামছে খুব কমই।

হঠাৎ বন্যার ধাক্কা লেগেছে সবজির কেন্দ্র হিসেবে খ্যাত উত্তরবঙ্গে। তবে তা গুটিকয়েক অঞ্চলে। তারপরও বাজারে বন্যা নিয়ে শোরগোল। কয়েকটি সবজির দাম কেজিতে বেড়ে গেছে অন্তত ৫ টাকা।

শুক্রবার (১০ আগস্ট) ঢাকায় বেগুন বিক্রি করতে দেখা গেছে দিনে বেগুনের কেজি ৪০ টাকা। যা আগের সপ্তাহে মিলেছে ১০ টাকা কমে। পটল, করলা, ঢেরস, চিচিঙ্গার কেজি ৫০ টাকার আশপাশে। সবচেয়ে কম দামে মিলছে পেপে। আগাম শীতের সবজি হওয়ায় উত্তাপ শিমেও।

উত্তরাঞ্চলের বাইরে, বন্যাদুর্গত অন্য এলাকায় হাসি নেই পাইকারদের মুখে। হঠাৎ বানে থমকে গেছে আবাদ। পানি কবে নামবে কেউ জানে না। তাই বারোমাসি সবজির বেচাকেনায় ধাক্কা লেগেছে। প্রতিটি পণ্যের দর বেড়েছে কেজিতে ২ থেকে ৩ টাকা। এখনও বেশিরভাগ এলাকায় শুরু হয়নি আগাম শীতকালীন সবজির আবাদ।

তবে ব্যবসায়ীরা বলছেন, সবজি বেচাকেনায় বন্যার ধাক্কা সাময়িক। এই বাজার স্বাভাবিক হবে কয়েক মাসের মধ্যেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply