মামলা করতে আদালতে জেমস

|

ছবি: যুগান্তর

মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের বিরুদ্ধে গান কপিরাইটের অভিযোগে ঢাকার নিম্ন আদালতে মামলার আবেদন করতে গিয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ডতারকা ফারুক মাহফুজ আনাম জেমস। তবে আদালতের পরামর্শে তিনি মামলা না করেই ফিরে যান।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি মামলার আবেদন করেছিলেন।

আদালত সূত্রে জানা যায়, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেছিলেন। শুনানি নিয়ে বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। তবে থানায় মামলা না নিলে আদালতে আসতে বলেন।

এর আগে সকালে জেমস আদালতে যান। এরপর দুপুর ১টায় তিনি আইনজীবীর চেম্বার থেকে বেরিয়ে চলে যান। এ সময় মামলার বিষয়ে জানতে চাইলে তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলতে বলেন।

জানা যায়, জেমসের অনুমতি ছাড়া তার গান নিজেদের নামে কপিরাইট করে রেখেছে বাংলালিংক। এ বিষয়ে জানার পরই জেমস আদালতে মামলার আবেদন করলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply