আকাশসীমা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুশিয়ারি তালেবানের

|

ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তালেবান। তাদের দাবি, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে গত কয়েকদিনে আফগান আকাশসীমায় যুক্তরাষ্ট্রের কয়েকটি ড্রোন ঢুকে পড়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে তালেবান। খবর এনবিসি নিউজের।

তালেবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, আফহানিস্তানের একমাত্র বৈধ কর্তৃপক্ষ এখন তারাই। সুতরাং আফগানিস্তানে যে কোনও ধরনের কার্যক্রমের ক্ষেত্রে তালেবানের অনুমতি নিতে হবে তাদের।

তবে এ বিষয়ে নিজেদের অবস্থান আগেই পরিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেন্টাগনের মুখপাত্র দাবি করেন, আফগানিস্তানের যে কোনও স্থানে হামলা চালানোর পূর্ণ অধিকার আছে তাদের। এর জন্য তালেবানের সাথে কোনও রকমের আলোচনা বা অনুমতির প্রয়োজন নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply