যুদ্ধবিরতি ছাড়া শান্তিচুক্তি নয়: হামাস

|

ফাইল ছবি

যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েলের সাথে কোনো চুক্তি নয়। এক বিবৃতিতে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করলো হামাস। শনিবার (২৭ এপ্রিল) যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব নিয়ে হামাসকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।

তেল আবিবের প্রস্তাবনা খতিয়ে দেখবে বলেও জানায় হামাস। মিসর ও কাতারের মধ্যস্থতায় আলোচনার পর গত ১৩ এপ্রিল পাঠানো হয়েছিল সংস্কারকৃত প্রস্তাবটি। এ ইস্যুতে আলোচনার জন্য শুক্রবার ইসরায়েল সফরে যান মিসরীয় এক প্রতিনিধি।

তেল আবিবের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রস্তাবে খুব একটা পরিবর্তন আনেনি নেতানিয়াহু প্রশাসন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন অভিযান চালিয়ে আড়াইশর বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। যুদ্ধবিরতির শর্তে কয়েক দফায় শতাধিক মুক্তি পেলেও সমঝোতা না হওয়ায় আটকে আছে বাকিরা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply