রাতে মুখোমুখি সাকিব-মোস্তাফিজ

|

ছবি: সংগৃহীত

আইপিএলের শেষ চারে ওঠার লক্ষ্যে নিজেদের দলের হয়ে মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাত আটটায় আরব আমিরাতের শারজায় রাজস্থানের মুখোমুখি হবে কোলকাতা। আসরের শেষ চারে চেন্নাই, দিল্লি ও ব্যাঙ্গালুরুর সঙ্গে লড়তে বাকি এক দল হতে হলে মোস্তাফিজদের সামনে বিশাল সমীকরণ। এই ম্যাচে জিততে হবে বড় ব্যবধানে। জয় পাওয়ার পরও অপেক্ষা করতে হবে হায়দ্রাবাদ-মুম্বাইয়ের ম্যাচের দিকে। অন্যদিকে, পাঞ্জাবকেও হারাতে হবে চেন্নাইকে। তাহলেই প্লে অফের টিকিট পাবে রাজস্থান।

অন্যদিকে, আজ রাজস্থানকে হারাতে পারলে শেষ চারে উঠে যাবে কোলকাতা। সমান পয়েন্ট নিয়ে চার দলের মাঝে পয়েন্টে পিছিয়ে আছে পাঞ্জাব। তাই তারা চেন্নাইকে বড় ব্যবধানে হারাতে না পারলে বাদ পড়বে আসর থেকে। তবে শেষ চারের লড়াইয়ে কার্যত লড়ছে কোলকাতা আর মুম্বাই। এদিকে রাজস্থানকে হারিয়ে প্লে অফ নিশ্চিতের হুমকিও অবশ্য ছুড়ে রেখেছেন সাকিব আল হাসান।

কোলকাতার সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারিন, টিম সাউদি, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

রাজস্থান রয়্যালস: এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটকিপার), শিবম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, কুলদীপ যাদব, শ্রেয়াস গোপাল, মোস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply