চাকরির আশায় ভারতে গিয়ে ২ বছর কারাভোগ শেষে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

|

দুইবছর কারাভোগ শেষে দেশে ফিরলো ভারতে আটক হওয়া ২০ কিশোর-কিশোরী।


বেনাপোল প্রতিনিধি:


ভালো চাকরির আশায় ভারতে গিয়ে ২ বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি কিশোর-কিশোরী। ২ বছর আগে অবৈধ পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলো তারা।


আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। পরে তাদেরকে পরিবারের কাছে তুলে দেয়ার জন্য জাস্টিস অ্যান্ড কেয়ার নামক একটি এনজিওর কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।


কারাভোগ করে ফেরত আসা কিশোর-কিশোরীরা হলেন, রাবেয়া খাতুন (১৬), রাফিজা খাতুন,(১৫) আদনান হোসেন (১৪) বাপি ধর (১৫), হাসিব ফকির (১৪), সুমন মোল্লা (১৬), সবুজ মোল্লা (১৪), রুপা খাতুন (১৫), ইমদাদুল হোসেন (১৪), জুনায়েদ শেখ (১৪), আলাউদ্দিন শেখ (১৪), আবু জাফর সিকদার (১৫), সুইটি (১৪), নুর খাতুন (১৫), সুমি খাতুন (১৪) মেঘলা রায় (১৩), সামিয়া খাতুন (১৪), সুমাইয়া খাতুন (১৫), সঞ্জিব (১৫)ও কমলা সুন্দরী (১৪)। এরা নোয়াখালী, নড়াইল, নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা জেলার বাসিন্দা। গত আড়াই বছর আগে দালালদের খপ্পরে পরে এরা ভারতে পাচার হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গত আড়াই বছর আগে ভালো কাজের আশায় এ সমস্ত কিশোর-কিশোরী দালালের মাধ্যমে ভারতের কোলকাতায় যায়। দালালরা তাদের কোনো কাজ না দিয়ে কৌশলে পালিয়ে যায়। এ সময় স্থানীয় থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সাজা শেষে কোলকাতার একটি শেল্টার হোম হেফাজতে রাখা হয় তাদের। ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বৃহস্পতিবার তারা দেশে ফিরে আসে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply