বগুড়া ব্যুরো:
বগুড়ার সোনাতলা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল বারী খান রব্বানীকে রাজাকারপুত্র উল্লেখ করে তার মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
শনিবার (৯ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের স্টেশন রোড এলাকায় এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনের উপজেলা শাখার নেতা-কর্মীরা।
বগুড়া প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের নেতারা জানান, সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া শহীদুল বারী খান রব্বানী, মুক্তিযুদ্ধে সোনাতলায় শান্তি কমিটির সভাপতির দায়িত্ব পালন করা কুখ্যাত রাজাকার শামসুল হক খানের পুত্র। বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান শিল্পীর মদদে রাজাকারপুত্রকে নৌকা প্রতীক দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে।
কর্মসূচির আয়োজকরা অবিলম্বে রাজাকারপুত্র রব্বানীর মনোনয়ন বাতিল করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে নৌকা প্রতীক দেয়ার দাবি জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের প্রতি।
ইউএইচ/
Leave a reply