ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে উত্তর কোরিয়া

|

ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে উত্তর কোরিয়া

ছবি: সংগৃহীত

ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে উত্তর কোরিয়া। এমনকি দুর্ভিক্ষের ঝুঁকিতেও রয়েছে দেশটির মানুষ। বুধবার এ আশঙ্কা জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে দেশটিতে দীর্ঘদিন ধরেই বাঁধাগ্রস্ত হচ্ছে খাদ্য সরবরাহ। এরই মধ্যে আবার কোভিড নাইনটিন ঠেকাতে সীমান্ত বন্ধ করে রেখেছে কিম জং উন প্রশাসন। খাবার, সার ও জ্বালানির জন্য পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল দেশটিতে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে বাণিজ্য। আমদানি কমে যাওয়ায় অস্বাভাবিক বেড়েছে নিত্যপণ্যের দাম।

চলতি সপ্তাহেই দেশে অর্থনৈতিক সংকটের কথা স্বীকার করেন সর্বোচ্চ নেতা কিম জং উন। অবশ্য অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে কাজ চলছে নিয়মিতই। দুর্ভিক্ষের কবল থেকে দেশটির মানুষকে রক্ষায় আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জাতিসংঘের।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply